বাবুই পাখি, ঝড়েও ঘরে বসে করো দাপাদাপি
বলি, এ সময় এটি হলো নাকি খুবই বেয়াদপি?
এই কর্মকাণ্ডে টলে উঠলো ঘর
তাকে ধরে ঝাঁকুনি দিলো ঝড়
এখন যা শুনি, কে জানে, সেগুলি কি আজগুবি?
শুনেছি ঝড়ে ঘরের একটি দেওয়াল গেছে উড়ে
আরো সংকট ঘনীভূত হয়েছে তোমার শিয়রে।
শুনছো ধেয়ে আসা ঝড়ের শো-শো শব্দ
এ ঝড় চিলদের ডানা ছেঁটে করেছে জব্দ
ভয়ে, ঘর আগলে ধরে কাঁপছো থর থর করে?
পাখি, এখন মাথা গুঁজে ঘরে থাকতে পারবে কি?
ঝড়ে এ ঘর ঘুড়ির মতো উড়িয়ে নিলে করবে কী?
নাকি ঝড়ের কাছে করবে আত্মসমর্পণ?
আছে কি ভিন্ন উপায় বাঁচাতে এ জীবন?
পাখি, এই সময় ফুড়ুৎ করে পালিয়ে যাবে নাকি?