‘গোখরো সাপ’ তুলেছে ফণা,
হেঁতাল গাছের জুতসই লাঠি হাতে থাকলেও
বন্য প্রাণী সুরক্ষা বিধি মানতে গিয়ে
তার ভয়াল রূপ দেখেও তাকে মারলে না?
লাঠি দিয়ে তাকে আলতো ভাবে সরিয়ে দিলে,
খাঁচা-বন্দী করতে বনদপ্তরেও খবর দিলে না।
বিস্ময় জাগে, সামান্য উদ্যোগও নিলে না
বনকর্মীদের ডেকে তাকে পাঠাতে বনে জঙ্গলে।
কে জানে, দেখালে কিনা পশু-প্রেম কাকে বলে!
ভুল করলে কিনা, সেও জানি না,
সময়-ই বলবে ভুলের মাশুল দিতে হবে কিনা।
তবে এখন দেখছো নিশ্চয়
সেটি বেড়ি পাকিয়ে বসে তুলছে বিশাল ফণা।
বুকের বাঁ পাশে শুরু হয়েছে যন্ত্রণা?
তবে কি দুঃসময় দুয়ারে কড়া নাড়ে?
এতকাল বেশ তো নিশ্চিন্তে বসেছিলে
এভাবে বসে থাকবে আর কত? সতর্ক থাকো,
সেটি যখন তখন আসতে পারে, তেড়ে।