রান্নার উপকরণ সাদামাটা, মশলাও অল্প ক'টা
মনে হয় এখনি বলা দরকার সোজাসাপটা কথা
অত্যধিক তেল- মশলা ছিল না রান্নায়  
এ খাবার একেবারে সুপাচ্যও বলা যায়
রাঁধুনী, অস্বাস্থ্যকর খাবার রান্না করোনি অযথা।

দেখেছি তোমার খুবই ব্যস্ততা ছিল সকাল হতে
স্বাস্থ্যের কথা ভেবে যে খাবার রান্না করলে তাতে
খাবারে না-থাকায় রাজনীতির মাতাল গন্ধ
সেটি সাধারণ জনগণের হয়েছে বেশ পছন্দ
তদুপরি তাতে স্বাস্থ্যহানির সম্ভাবনা ছিলনা মোটে।

তবে রান্না করে জনগণের বাহবা কুড়লে হবে কি
অনেক নেতানেত্রীরা তেলে-বেগুনে জ্বলছে নাকি?
সে খাবারে না থাকায় অত্যধিক তেল মশলা
স্বাস্থ্যকর হলেও সেসব তাদের যায়নি গলায়
তাদের পেট এখন দাবানলের মতো জ্বলছে নাকি।

রাঁধুনি যা করেছ জনগণের স্বার্থের কথাই ভেবে
নেতানেত্রী অল্প কয় জনের কথা ভেবে কি হবে?
তারা অস্বাস্থ্যকর খাবার খেয়েই অভ্যস্ত
তাদের জন্য বাদবাকিরা পাবে কেন কষ্ট?
তাদের কথা ভেবে অস্বাস্থ্যকর খাবার রাঁধতে হবে?

রাঁধুনি, গলা ছেড়ে বলতে ইচ্ছা হয় 'বেশ করেছ'
নেতা-নেত্রীদের কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছ
জনস্বার্থকেই দিয়েছ যথার্থ প্রাধান্য
সেজন্যই বলতেই হয় তোমরা ধন্য
জনস্বাস্থ্যের গুরুত্ব আঙ্গুল দিয়েও দেখিয়ে দিয়েছ।