এখন নেই আগের মতো, ঘটেছে পরিবর্তন
জমি হাঙ্গরেরা বিস্তীর্ণ বনানী করেছে নিধন
সেখানে মাথা তুলেছে কংক্রিটের জঙ্গল
সাগরতীরে ভ্রমণপিপাসুদের নামছে ঢল
সামুদ্রিক ঘূর্ণিঝড়ের দৌরাত্ম্য বেড়েছে এখন।
স্থলভাগের সুরক্ষা এ সময় প্রশ্ন চিহ্নের মুখে
কে জানে, জমি হাঙ্গরেরা সে খবর কি রাখে?
যখনি দেখা দেয় ঘূর্ণিঝড়ের দাপট
প্রাণীদের সেসময় অস্তিত্বের সংকট
সেই ঘূর্ণিঝড় থেকে কে রক্ষা করবে কাকে?
হায় রে, জমি হাঙ্গরদের এ কেমন স্বাধীনতা?
তাদেরকে এ কাজ করায় কে দিচ্ছে বৈধতা?
মানুষের জীবনকে নিয়ে করছে খেলা
কিসের নেশায় মেতেছে বেলা অবেলা?
দেশের আইন নিয়েও নেই তাদের মাথাব্যথা।
দেশের আইন কি তবে শুধুমাত্র পুঁথির কথা?
দুষ্কৃতীরা অবৈধ কাজ করে বেড়াবে যথাতথা?
কেন আইনের রক্ষকরা করে না প্রতিহত?
তাদের শীতঘুম বজায় থাকবে আর কত?
তাদেরকে এ প্রশ্ন করার আছে কি স্বাধীনতা?