জলযন্ত্রণা, খানাকুল আবারো দেখলে বন্যা
সর্বস্ব হারা হলে ক’জনা? কারো নেই জানা।
এই বন্যায় রয়েছে কি মানুষের হাত?
কিসের গন্ধ ভেসে আসছে দিনরাত!
শুনি, ম্যান মেড বন্যা হতে নাকি নেই মানা।

বানভাসীদের জীবন যন্ত্রণা খুবই কষ্ট কল্পনা
এই নিয়ে খেলা করাও যায় কিনা নেই জানা
বরষায় খানাকুলবাসীদের নেই স্বস্তি
ভূপ্রকৃতির কারণে অবশ্য এই দুর্গতি
তাই বলে কি দুর্গতি থেকে নিষ্কৃতি মিলবে না?

মুক্ত আকাশের নিচে এবারও জুটেছে ঠিকানা
কার কতটুকু ক্ষয় ক্ষতি হলো সেও নেই জানা
স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও দুর্গতি!
কেন আজও মেলেনি দুর্গতি থেকে মুক্তি?
কে বলতে পারে অচিরে এর সুরাহা হবে কিনা?

কারোর অজানা নয় করা হয়েছিল পরিকল্পনা
প্রকৌশলীরা করে দিয়েছিল মাস্টার প্ল্যান রচনা
সেটি রূপায়ণে আছে কোনোও জটিলতা?
কেন সম্ভব হয়নি?- কে দেবে সেই বার্তা?
এই জলযন্ত্রণা থেকে মুক্তির আছে কি সম্ভাবনা?