বন্ধুত্ব ঘুমিয়ে আছে, অথচ সে অ্যাপস গুলো আজো চলমান
যার মধ্যে শুয়ে আছে কিছুটা রোদ্দুর আর ছায়া নিজস্বীর
ক্লান্ত সভ্যতার সে ভয়ংকর বিস্ফোটক  বারুদ তরল
যার মধ্যে তুমি আমি বাকি সব জাগতিক স্বপ্ন  জাগরূক
জেগে থাকে কচি ঘাস, পুনর্নবা, দুর্বাদল ,শাপলার ফুল
কাচের চুড়ির সেই মায়া রিন রিন  বৃষ্টি অচল যখন
তখনি সে ঘুম ভেঙে আপডেট হ’তে থাকে কমান্ড ছাড়াই
‘দেহাতি মানুষ যেন ফতুয়া ও খেটো ধুতি স-বুট দাঁড়িয়ে
তেমনি কবিতা নিয়ে তুমিও দাঁড়ালে আজ এই যে এখন!’    
--একথা জিজ্ঞেস আর কোরো না আমায় ;আমি প্রকৃত গ্রামীণ ।