সরু পথ
চলেছি আমি একা
ভাবিনি কখনো
তোমায় পাব দেখা ।

সব হারিয়ে
একাই আমি হায়
ফিরে দেখি
তুমি রক্ত ঝরা পায় ॥



ক্লান্ত শ্রান্ত
বসি শীতল গাছের তলে
পাখার বাতাস
দেখি করছ অনর্গলে ।

প্রখর রোদে
ঘামে ভিজেছে সারা দেহ
মেঘ, জানি
তুমি ছাড়া  নয় কেহ ॥



আমি পাপী
কুরে কুরে খায়  ধিক
তবু মোরে
ঘিরে রেখেছে সব দিক ।

সব সীমা
পার করেছি কোন কালে
তবু দেখি
আমি তোমারই ওই লালে ॥



পেতে চাই
আবার নতুন করে
নেবে গো
দুহাতে জড়ায়ে মোরে ।

ওগো তুমি
কোথায় যাও মিলিয়ে
গভীর ঘুমের
আলতো পরশ বুলিয়ে ॥