শীত মানেই সকালবেলা হুহু হুহু
কাঁপুনি থর থর
শীত মানেই স্নানের নাম শুনলেই
গায়েতে আসে জ্বর ।
শীত মানেই লেপের তলায় মুড়ি দিয়ে
গুটিশুটি মেরে থাকা
শীত মানেই ঘুম ভাঙাতে বড়োদের
বারবার করে ডাকা ।
শীত মানেই সোয়েটার টুপি চাদর জড়িয়ে
বিছানায় পড়তে বসা
শীত মানেই ঘুমের ঘোর কাটাতে
দুহাতে চোখ ঘষা ।
শীত মানেই নলেন গুড়ের রসগোল্লা
জয়নগরের মোয়া
শীত মানেই পেটে জ্বলছে আগুন
মুখে বেরোচ্ছে ধোঁয়া ।
শীত মানেই পাঁচ মিশালি সব্জি দিয়ে
ভাতের প্রথম পাত
শীত মানেই কাঁচের আচারের বোয়েনে
চুপিসারে ঢোকে হাত ।
শীত মানেই পৌষ পার্বণের মেলা
উৎসবের পিঠে পুলি
শীত মানেই হাটে থেকে আনতে হবে
খেজুরের গুড় পটলি ।
শীত মানেই সার্কাস নাটক যাত্রা
হরেকরকম মেলা
শীত মানেই ঘুগনি ফুচকা এগরোল
চড়কি নাগরদোলা ।
শীত মানেই বাসন্তীর সরস্বতী পূজায়
শাড়ি পড়ার ঘটা
শীত মানেই হাতে খড়ি , প্রেম পত্র
নানারঙের ছটা ।
শীত মানেই বাগান ভরা রঙবাহারি
ফুলে ভরা শাখি
শীত মানেই কোকিলের সুরের সাথে
নানান পরিযায়ী পাখি ।
শীত মানেই গাছের পাতার টুপটাপ
শিশিরে ভেজা ঘাস
শীত মানেই কুয়াশার চাদরে মোড়া
সকালের চারপাশ ।
শীত মানেই যিশুখ্রিস্ট , বড়দিন
কেক নানান রকম
শীত মানেই ক্যালেন্ডার , গিটিংসকার্ড
নব বর্ষ উৎযাপন ।
শীত মানেই চড়ুই-ভাতি , ভুঁড়ি ভোজ
ভ্রমন নতুন দেশে
শীত মানেই খুশি মজা আনন্দ নিয়ে
উঠতে থাকো হেসে ।