- আরে তমাল ...
তুই এখানে , অনেকদিন পর দেখা ...
- তুমি !
- ন্যাকা , পারছিস না চিনতে ?
আমি যে চিত্রলেখা ।
- আহা তা কেন ?
তোমায় চিনবো না তাকি কখনো হয়
আসলে তুমি এখানে ...
- ন্যাকা , কি কথা যে কয় ।
এটা আমার বাড়ী
বিয়েতে এলি , খেলি ...
এত তাড়াতাড়ি ভুলেও গেলি !
- না না তা কেন
কবে এলে তা জানতে চাইছিলাম !
- কেন তোর কি তাতে ?
- মানে ...
তুমিও জানতে চাইছিলে , তাই তোমার সাথে ...
- কাল
- বেশ বেশ
তা কেমন আছো তুমি ?
ভালো আছি , খুবই ভালো
স্বামী সন্তান নিয়ে আমার সংসার আলো ।
- বাহ , শুনেও লাগলো ভালো
তবে সুখেই আছো বেশ ...
- কি ভেবেছিলি তুই !
তোকে ছাড়া এ জীবনটা করে দেব শেষ !
কি কম ছিল আমার ?
নিজেকে সঁপে ছিলাম তোর হাতে ...
উশপাশ করেছিলাম কতশত রাতে ।
কত স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে ...
আমাদের একটা ছোট্ট সংসার হবে
একটা ফুটফুটে বাচ্চা ।
আচ্ছা
অস্বীকার করতে পারবি , বলেছিলাম -
চল যাই পালিয়ে গিয়ে
করে ফেলি বিয়ে ।
গেছিস যাসনি
কেন ?
না বাড়ীর মত পাসনি
বুঝিয়েছিলাম
বাড়ীর অমত কি যায় আসে তাতে
আমিই সাধ দেব তোর সাথে ।
তোরা গরীব , তুই ও বেকার
মানে নাকি কখনো
তার পরেও বলেছিলাম আমি হব তোর একার ।
তাও দিলি ঠেলে ...
খেলনা নাকি ?
যখন ইচ্ছা ছুড়ে দিবি ফেলে !
দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যন্ত্রণাও অনেক
তারপর
সব ভুলে গেছি , এখন মনে হয়
ওসব ছিল ক্ষণেক ।
এখন মনে হয় তোকে না পেয়েই
অনেক বেশী সুখি
তোর সাথে ঘর বাঁধলে হয়তো
আজও থাকতে হতো দুঃখী ।
স্বামী আমার তোর চেয়ে ঢের গুনে ভালো
কষ্ট পাস না বলছি বলে -
ঐ আমার কোল করেছে আলো ।
আমার কথা অনেক হলো
তোর কথা বল কিছু ...
তোর তো আবার অহংকার , ছাড়েনাকো পিছু ।
ছেলে মেয়ে কটা হল ?
কোন ক্লাসে সব পড়ে ?
- ভালবাসা একবারই হয়
একবারই তা মরে ॥