এক দুই তিন
নাচে - তা ধিনা ধিন ধিন ।
দুই তিন চার
নাচ-নাচনি মিশে একাকার ।
তিন চার পাঁচ
দেখাল, নানা স্বাদের নাচ ।
চার পাঁচ ছয়
নেচেই, মন করল জয় ।
পাঁচ ছয় সাত
তালে, চিনিয়ে দিল জাত ।
ছয় সাত আট
বানালো এমন খুশির হাট ।
সাত আট নয়
নাচনিওয়ালা বলে আর অবজ্ঞা নয় ।