. (1)
মাঝি...., ও মাঝি ....
যদি , একটু কথা শোনো
ওপাড়ে যেতেই হবে
কিন্ত , কাছে কড়ি নেই যে কোন ।
বিপদে পাশে
দাঁড়ানো , এতো মানুষেরই কাজ
পরে চুকিয়ে দিও
কাছে , নেই যখন আজ ।
(2)
মাঝি .., ও মাঝি ..
বলি , ছিল কিছু কথা
ওপাড়ে যেতে হতো
নেই কড়ি , তা বলে দেবে কি তুমি ব্যথা !
বিপদে কাছে
টানা , মানুষতো মানুষেরই জন্য
তোমায় তুলতে
পেরে , আমি যে আজ ধন্য ।
(3)
মাঝি , ও মাঝি
ডাক , দিয়ে হাতছানি
ওপাড়ে যেতে .....
বদলে ...., হবে নাতো কানাকানি !
বিপদে উজাড়
দেব , কিসের আবার দ্বিধা
আবার এসো
পেলে , চলার পথের ক্ষিদা ॥