উনিশের মাঝ দুপুরে
নেমেছিনু পুকুরে
দিয়েছিনু ডুব - ধরতে গিয়ে মাছ ।
সেদিনের ছেলেখেলা
বাড়িয়েছে শুধু বেলা
পড়ন্ত বিকালে - মনে পরে খুব আজ ॥
বাস্তবের কল্পনায়
রেঙেছিনু আল্পনায়
ভেসেছিনু - নদীস্রোতে গা ভাসিয়ে ।
খরস্রোতা চোরাবালি
শুনশান পরে খালি
ফিরেদেখি - নিজেকেই নিজে ফাঁসিয়ে ॥
ক্ষণিকের অপচয়
সময়ের ক্ষণে নয়
ভেবেছিনু - সাত সমুদ্র হব পার
বেলাশেষে ফেরিঘাট
পেরিয়েছে ঊনষাট
হাতে দেখি - আজও পরে সেই দাঁড় ॥