ও জগাই তোদের বকনা বাছুর হয়েছে রে
ঠাকুর এতোদিনে মুখ তুলেছেন
তোর সংসারটা এবার ফিরল
ও জগাই তোদের ছাগলের দুটোই মেয়ে ছানা হয়েছে রে
তোর কপালটা যে খুলে গেল
মিষ্টিমুখ করাতে ভুলিস না
ও জগাই তোদের মুরগির বেশীর ভাগটাই মেয়ে ছানা ফুটেছে রে
তোর ভাগ্যটা যে খুলে গেল রে
সন্দেশ খাইয়ে যাস
এ জগাই তোর বউ শেষ পর্যন্ত মেয়ে জন্ম দিল !
ঠাকুর একি সর্বনাশ তোর করল
তোর পোড়া কপালে এই ছিল?
ওহে বুড়িমা, ওহে সংসার,
তুমিওতো জন্মেছিলে মেয়ের মূল্য কতখানি
কোন সংসার পরে তুমিতো ভালই জানো
সেদিনও কি তুমি ছিলে সেই মেয়ে জন্ম নিতেই
অভিশপ্ত! ঘরে। তোমারও মুখ কালো!
ওহে নারী, ওহে সমাজ,
তুমি মেয়ে জন্ম নিলে শুধুই হেসে দেখতে হবে
সমাজে দুঃখ আসে ভালই করেছ তুল্য
এভাবে আর কতঃদিন. সংসারে জন্তুর চেয়েও
রইবে সর্বনাশে! মেয়েদের কম মূল্য!