চাঁদ তারা
আত্ম-হারা
প্লাবন পারা
জল ধারা
মাছের চারা
দিচ্ছে নাড়া।
কাটতে ফাঁড়া
দিল নাড়া
ঝুলছে খাঁড়া
পরবি মারা
হয়ে খাড়া
উঠে দাঁড়া।
হতচ্ছাড়া
মাএা ছাড়া
বড্ড বাড়া
পায়েতে মাড়া
বৃক্ষ চারা
দিচ্ছে নাড়া।
আবার কারা
দেয় ঝাড়া
জাগে পাড়া
জাগে সাড়া
করতো তাড়া
পারলে দাঁড়া।