তখন আমি কুঁড়ি
দেখেছিলাম একটা ভ্রমর করত ঘোরাঘুরি
কেন ? তখন আমি বেশ ছোটো
না ভেবেই বলেছিলাম - ' এখান থেকে হট ' ।
সেদিনও আমি কুঁড়ি , তবে বেশ ডাগর
' কালো পুরুষ ' বুঝেছিলাম সেই আমার নাগর
' সুঠাম দেহ ' স্বপ্ন দেখায় কত
সবকিছু উজাড় দিলেও হতে হবে নত ।
কাল সকালে ধরা দেব সময় মতো এসো
মনে মনে অওরে ছিলাম- ' যত পারো ভালবেসো
যাওয়ার সময় দেখিয়েছিল তার ওই হাসিমুখ
বুঝেছিলাম - ' কাল দেখিয়ে দেবে কাকে বলে সুখ ' !
সেই সকাল - আমি অপেক্ষারত , ক্ষণের
অপেক্ষারত কালো ভ্রমরের অমূল্য সেই ঋণের
তখনও মেলেনি , তখন পাপড়িও যায়নি গোনা
এরই মধ্যে ছুঁয়ে গেছে আমার নাগের ফণা ।
যখন আমি রাঙছি , নাঙছি
তখনও বুঝিনি উজাড়ের নামে আসলে আমি ভাঙছি
আমি উন্মত্ত খেলায় ছিলাম মেতে
নিজেকে নিংড়ে যতঃ মধু সবই দিলাম খেতে ।
যখন আঁধার এলো নেমে
ফিরল সাড়া - তখন ক্লান্ত আমি ঘেমে
ভ্রমর কালোয় মিলিয়ে গেল বানিয়ে আমায় চাঁচর
তখন আমি ছত্রভঙ্গ , সারা শরীরে শুধু আঁচড় ।
কালো রাত , আমার চোখও কালো
এমন সময় কাল রাতেও দেখেছি কত আলো
সঙ্গীহীন সারাটা রাত , একা রইলাম পরে
কাল রাতেও ; তবু আঁকড়েছি তোমায় স্বপ্নঘোরে ।
আজ সকাল , তোমায় একবার দেখব বলে -
এলে , তবু একবারও তাকালেনা চোখ মেলে
তখন আমি গেছি মুদে
কালোর সুঠাম গড়নে দেখি সেও গেছে বুঁদে ।
খুলে-মেলে রেঙে-নেঙে চলছে ওদের খেলা
দীর্ঘশ্বাসে তাকিয়ে দেখি হয়ে গেছে বেলা
শক্ত কামড়ের আত্মসাৎ হঠাৎ এতটাই জোরে
ঝাঁকুনির পর ঝাঁকুনি , আমিই গেলাম ঝড়ে ।