আমি ফল
সময় মতো খেলে পরে
তোর দেহে লাগে বল ।
ফুল হতে মোর সৃষ্টি
ও যদি অতই সুন্দর
তবে আমি কত মিষ্টি।
আমাতেই বীজ গুপ্ত
আমা বিনা পরিবারতন্ত্র
ভবে তুইও হবি লুপ্ত।
ব্যথায় ছিন্ন করিস মোরে
পরিপক্ক হতে দেরে
এমনিই যাব ঝড়ে।
ছাল ছাড়াস হায়
এত জ্বালা যন্ত্রনা কি
সহ্য করা যায়।
দাঁতের কামড় দিলি
পিষছিস মোর সর্বাঙ্গ
সবটুকুটাই নিলি।
ছিলাম মায়ের কোলে
বুঝলিনা, নিস্প্রান ধূপ নই
নীরবেই যাব জ্বলে।
তোর উদর গহ্বরে বলি
তাই সই, আমায় নিয়ে
তুই খেলে যা হলি।
দুঃখময় যে ব্যাথা
এত বলিদানের পরেও তোরা
ভুলে যাস মোদের কথা।