- শুভদা তুমি ...
এখানে ...
- ওরে্ বাবা ভূমি
- চিনতে পারলে তাহলে কে টা ?
- না পারার কি আছে
- আসলে হয়ে গেছি না খুব মোটা ।
- তা হয়েছিস ।
তা বলে তোকে পারবো না চিনতে ?
এখানে তুই ...
- মার্কেটে এসেছিলাম কিছু কিনতে ।
সামনে আমার বাড়ী
তুমি যাচ্ছ কোথায় ?
উঠে এসো আমার গাড়ি ...
- নারে , দরকারি কাজ আছে ।
- বলছি না উঠে আসতে
কিছু জানতে চেয়েছি তোমার কাছে ?
- আজও একটুও বদলাসনি তুই
- বদলেছি বদলেছি
তোমার দেখানো স্বপ্নে এখন বাস্তবতা ছুঁই ।
বাদ দাও বলো তোমার কথা
মেসো মাসিমা কেমন আছেন ?
ভালো কথা , মাসিমার পায়ের ব্যাথা !
তেনারা আমার কথা বলেন !
- তোর বিয়ের পরে পরে মা
আর বাবা কদিন আগে চলে গেলেন
- যাহ্ ,দুজনেই ...
খুব খারাপ লাগছে গো
- কি আর করবি বল , এতো আমাদের হাতে নেই ।
- তাহলে তোমার সংসারের , বাকি
রান্না-বান্না ঘরের কাজ-বাজ
বিয়ে করেছ নাকি !
- এক ছেলে ...
- ওহ্ ,তা এই যে বলতে ভালবাসি ভালবাসি
আমায় কিভাবে ভুলে গেলে !
- আজ আবার এসব কেন কথা ?
পুরানো কথা তুলে
কি আমায় দিতে চাস ব্যাথা !
জীবন কি আর থেমে থাকে রে বোকা !
শুনেছি তোর বর ভালো চাকরি করে , বাচ্চাটাচ্চা ...?
- এক খোকা ।
- এক ছেলে , বড়লোক বর
বাহ বাহ ...,
তাহলে তো তুই সুখেই করছিস ঘর ।
আমার সেই একই দশা আজও
চাকরি বাকরি দূরের কথা
ভালো রকমে পাইনি কোন কাজও ।
সংসারটা চলেও না ঠিক করে
এ এমন কাজ
জানিস , উঠেছি কোন ভোরে !
তুই - ই , করেছিলি ঠিক
আমার নিজেরই
নিজেকে নিয়ে ধরে গেছে ধিক ।
সংসার চালাতে একটা ঠিকঠাক কাজ
কতটা গুরুত্বপূর্ণ
সেদিন তুই বুঝেছিলি আর আমি আজ ।
ভালবাসি ভালবাসিতে কি আর সত্যিই পেট ভরে
সত্যিই তোর হয়েছে ভালো
আমার অভিশপ্ত বরে ।
- শুভদা ,
- হ্যাঁ রে ...
তুই অন্তত ভালো থাক সর্বদা ...
আমার অভিশাপে আমায় মরতে দে পুড়ে ,
সত্যিই ভাল করেছিলি -
আমকে ঠেলে দূরে ।
নয়তো , আজ কি জবাব দিতাম তোর কাছে ?
ভালো করে দেখ
দারিদ্রতা ছাড়া আজও আমার কি আছে !
তোকে দেখিয়ে দিতে, করেও ছিলাম বিয়ে
চোকাচ্চি আজ ও
পরিশ্রমের গলদঘর্ম দিয়ে ।
ভুগে ভুগে মরল অসহায় মা বাবা
করতে পারিনি কিছুই
আজ অন্তত সরাতে হবে দারিদ্রতার থাবা ।
ভালো থাকিস তুই , আমি চলি
কাজটা চলে গেলে
আমার সংসারটা হবে বলি ।