ঘনিয়েছে অন্ধকার
ঢেকে দিয়েছে কালো ,
পোড়া কপালে হাহাকার
হায় হায় সব গেল !
আঁধার হল বেলাশেষে
আঁধার - ঘনিয়ে এলো
আঁধার সর্বগ্রাসী সর্বনাশী
আঁধার - যম কালো ।
যত মন্দ , যত ব্যর্থ , যত পরাজয় , যত পতন - সবেতেই আঁধার !
খারাপের পশ্চায়নে
নচেৎ ভালো ব্যর্থ ,
ব্যর্থে লুপ্ত বিনা
সার্থকের কি অর্থ !
. . . পরাজয়ের গ্লানিতেই
জয় - উদ্দীপনা ,
পতনের অস্তাচলে
উত্থান - উন্মাদনা ।
হিংসা , ঘৃণা , ভয় , বিষণ্ণতাই - আলোর বন্ধনীতে বাঁধার ।
সারাটা দিনের আলোর পরে সারাটা দিনের আলোর পরে
না ঘনিলে সন্ধ্যা , না ঘনিলে কালো ,
কেমনে মেলে ধরবে বলো - কেমনে মেলে ধরবে বলো -
রাতের রজনীগন্ধা । সন্ধ্যা প্রদীপ আলো ।
কালো – ই
আঁধার - ই
অন্ধকার - ই
অদৃশ্যময় ই
দিনের পরে আঁধার আসে
রাতের শেষে ভোর ,
আলো আঁধারের এই খেলা
রইবে জীবন ভর ।