রাজা            খায় ব্যাঙ ভাজা
রাণী             ধেড়ে এক ছানি
            তাই দেখে ভারি মজা
            তবু ভয়ে সবাই মানি ।


রাজা            শান্ত সত সোজা
রাণী            মস্ত এক শয়তানী
           বিনা দোষে দেয় সাজা
            টানিয়ে ছাড়ে সে ঘানি ।


রাজা            রূপে সাজে প্রজা
রাণী            কভু নাহি তা জানি
            চাপিয়ে দেয় শুল্ক বোঝা
           প্রজার অসম্ভব একখানি ।


রাজা            হয়ে ওঠে তরতাজা
রাণী             ভয়ে তো সাবধানী
           রাজা দেয় রাণীকে সাজা
            তার অপরাধ যতঃখানি ॥