ভোর হচ্ছে সবে ,তারারা যায়নি মিলিয়ে ,
কৃষ্ণচূড়ার ডালে, ফুল ফুটছে লালে ¦
দুটো দোয়েল পাখি,শিস দিয়ে যায় উড়ে  ,
আমার ঘুম ভাঙ্গে ,ওদের ঘুমভাঙ্গানো সুরে ¦

ওদের নাচানাচি ,আমি দেখি দুচোখ ভরে,  
বন্ধুরা সব এলে, ওরা একসাথে যায় উড়ে ¦
উষসীর আঁধার আলোয়, তারারা  জ্বলে মিটিমিটি ,
আকাশ পানে চেয়ে ,আমি একটি তারা দেখি ¦

ইচ্ছে করে  যাই, আমি ওদের মতো উড়ে ,
ওই আকাশের বুকে, আমার তারার কাছে ¦
অনেক দিনের আগে ,সে এসেছিলো কাছে  ,
গান শুনিয়ে ছিলো, ঋষভ ভৈরবী রাগে ¦

আজ সে কোথায় আছে, জানে বুঝি ওই পাখি !
ওর ডানায় চড়ে  ,তার কাছে দেবো পাড়ি ¦
সেই তারটি আমায়,  চিনতে যদি না পারে ,
গান শোনাবো তাকে , ঋষভ ভৈরবী রাগে ¦

অনেক অভিমানে, কথা কইতে  না চায় যদি,
মেঘের ভেলায় দেবো, ভাসিয়ে সেই  চিঠি ¦
লিখেছিলো আমায় ,থাকবে অপেক্ষায় চিরদিন ,
দেখা হবে  নিশ্চই , ভালোবাসা হবেনা মলিন ¦
                         ********
প্রবীর --
১৮ই মে ২০১৭
বৃহস্পতিবার
৩ রা জৈষ্ঠ্য ১৪২৪