ভোর পাঁচটার ট্রেনে চেপে গাঁয়ের থেকে কলকাতা,
বাবুর বাড়ি কাজের মাসি, এসে দেবে ঝাঁড়ঝাঁটা,
ঘর মোছা, বাসন মাজা,কাপড় কাচা, কতো কি !
দলে দলে ছুটছে ওরা, 'পয়লা মে', তো ওদের কি ?
কাস্তে হাতুড়ি,ছেনি বাটালি,কোদাল ঝুড়ি, গামছা কাধে,
গ্রামের থেকে শহরে এসে, কাজ খুঁজছে রেল স্টেশনে,
অনেক বেলা হয়ে গেলো, কেউতো এসে ডাকছে নে !
আজকে বোধহয় জুটবে না কাজ, আজ বাবুদের 'পয়লা মে' ¦
পড়ে পাওয়া চোদ্দো আনা, রবির পরে সোমবারে,
ষোলআনাই উসুল হবে আজকে ছুটির 'পয়লা মে' ¦
চায়ের কাপে তুফান তুলে, বিকেলে ভিক্টোরিয়া কি গঙ্গা পাড়ে,
সূর্য্য ডোবার প্রেক্ষিতে সেল্ফী তুলে, কাটবে ছুটির 'পয়লা মে' ¦
ঘরে ফেরার বেজায় হ্যাপা, বাস ট্যাক্সি মিনি থাকবে নে,
যত্ত সব যাচ্ছে তাই, ওদেরও কি চাই, 'পয়লা মে'?
বাড়ির পথে রিকশায়ালা বেশী চাইবেই পাঁচ টাকা,
'পয়লা মে'র মেজাজটাকে করে দেবেই বেখাপ্পা ¦
আলো আঁধারির ধর্মতলায়, কি ধর্মের ওই মেয়ে ?
ধর্ম দিয়ে কি হবে, ওদের কি আছে 'পয়লা মে ?'
'সলিডারিটি সলিডারিটি '! 'দুনিয়ার মজদুর এক হও',
কাজের মাসি, রিকশায়ালা,ছেনিবাটালি, ওই মেয়েটা,
তোমরা কি মজদুর নও ?
********
প্রবীর --
১ লা মে, ২০১৭
সোমবার
১৭ ই বৈশাখ ১৪২৪