ভোরের আলো ফোটার আগেই, শিস দিয়ে যায় দোয়েল পাখি ,
শনিবারের সাতসকালে ঘুম ভেঙ্গে গেলো তাড়াতাড়ি ¦
এক কাপ ভালো চায়ের অপেক্ষায় বসে আছি,
যতক্ষন না চা আসছে রামকুমারের গান শুনছি ¦
"আর কাঙ্গাল হয়ে থাকতে নারি ,দে মা আমায় রাজা করি,
দন্ত অন্ত হলো গো মা , কেমনে চিবুই কলাই মুড়ি ,
এখন হালুয়া ভিন্ন দিন চলেনা , রাবড়ি হলে খেতে পারি ,
দে মা আমায় রাজা করি , কাঙ্গাল হয়ে থাকতে নারি " ¦
ইতিমধ্যে চা এলো চিনি ছাড়া পচা CTC-র লিকার শুধু ,
কাগজটাও হাতে এলো, মনটা হলো উড়ু উড়ু ¦
রাজা রাজা ভাবটা এলো, ভাবছি জমিয়ে কাগজ পড়বো ,
ঠিক তখনই তিনি এসে, আঁশের থলে ধরিয়ে দিলো ¦
থোড় বড়ি খাড়া , খাঁড়া বড়ি থোড়, সকাল সন্ধ্যা জীবন ভর,
এমন করেই জীবন গেলো, গান কবিতা লাটে উঠলো ¦
ভিক্টোরিয়া, গড়ের মাঠ, গঙ্গার পাড়, কবেই হয়েছে পগার পাড়,
সবুজ মনটা ইট ছাপা দিয়ে , বিধস্ত প্রৌঢ় বন্দী ঘরে ¦
কাঙ্গাল তবুও অনেক ভালো, নিজের একটা সম্মান আছে ,
সারা জীবন খেটে মরে, গিন্নির চাকর হওয়া কি ভাল্লাগে ??
ভাবছি এবার সাধু হয়ে , ঋষিকেশে পারি দেবো,
সঙ্গে যদি সাধুনী জোটে, হতেও পারে মন্দের ভালো ¦
*******
প্রবীর --
১৭ই জুন ২০১৭
শনিবার
২ রা আষাঢ় ১৩২৪