আমার জলের ধারা বয়ে চলে,
কোনও বাঁধন মানে না যে,
সীমারেখা কাঁটা তারের ¦
জলের ধারা পানি হয়ে,
দেশ থেকে যায় দেশান্তরে,
সবার তরে আমার চলা,
সবার সাথে হাসি খেলা ¦
আমার জল চাষের ক্ষেতে,
আমার পানি ইলিশ মাছে,
আমাকে রাখিস না বেঁধে,
আমার তরে জীবন যাবে ¦
দে ছেড়ে দে আমাকে,
আমার মতন বইতে দে,
সবার ভালো আমার ভালো,
তোদের আমি বাসি ভালো ¦
তোদের ব্যথা, আমার ব্যথা,
ব্যথা পেলে মনের কান্না,
আয় সকলে হাত মিলিয়ে,
বিভেদ ভুলি সবার তরে,
সবুজ ধানে ঢেউ খেলে যাক,
একই বাঙ্গলার দুটি পারে ¦¦
*****
প্রবীর --
৬ই এপ্রিল ২০১৭
বৃহস্পতিবার
২৩ শে চৈত্র ১৪২৩