এমন  চৈত্র মাসে মনকে ভালবেসে,
বিশ্বাসের হাত রেখেছিলো হাতে ¦
হাতে হাত রেখে, চোখে চোখে চেয়ে,
বৃষ্টি নেমেছিলো অঝোর ধারে ¦

বৃষ্টি ভেজা স্বপ্ন ছিলো ভাষাহীন চোখে,
রং বেরঙের ভাষা ছিলো হৃদয়ের কোণে ¦
সবুজ, গোলাপি কখনও নীল কিংবা লাল,
হলুদ এসেছিলো একদিন প্রজাপতি হয়ে ¦

শুকপাখি গান গাইতো দুটি মনে,
মন চলে যেতো বনে, জোছনা ছুঁতে ¦
চাঁদের আকাশে চাঁদ উঠতো দুই গগনে,
মেঘ আসতো উড়ে বসন্ত রাতে ¦

আলো আঁধারির লুকোচুরি খেলা কতো,
আকাশ দেখতো চুপিসারে আকাশকে,
কার মেঘ সরে গেছে দখিনা বাতাসে !
দুই আকাশ জোছনায় যেতো ভেসে  ¦

বসন্ত আসে ফুলে ফুলে পাতায় পাতায়,
দিক দিগন্ত ভেসে যায় জোছনায়,
দখিনা বাতাস পাগল হয় মহুয়ায়
অস্তরাগে বিশ্বাসের হাত,
বেদুইন মন  খুঁজে বেড়ায় ¦
                       ******
প্রবীর -
৪ঠা এপ্রিল ২০১৭
মঙ্গলবার
২১ শে চৈত্র ১৪২৩