অশোকে শিমুলে আগুন লেগেছে,
তপ্ত তপন প্রভার দহে,
আগুন চারিদিকে দাউ দাউ,
ধর্মের বিদ্বেষে পুড়ছে কেউ ¦
চৈতি বাতাস বইছে উচ্ছাসে,
মহুয়ার মাতাল গন্ধ ভাসে,
ধর্মের, অধর্মে কি যায় আসে,
যুগ যুগান্তর ওরা একই আছে ¦
তিল তিল করে ভালোবেসে,
যুগ যুগ ধরে পরিশ্রমে,
মানুষে গড়েছে সভ্যতার সমাজ.
নানা জাতি ধর্ম করছে বিরাজ ¦
কতো ঝড় কতো ঝঞ্ঝা,
কতো যুদ্ধ কতো বোমা,
কতো পারমাণবিক করেছে অমানবিক,
তবু ধীর স্থির দশদিক ¦
কোনও গালাগালি অশ্লীল বুলি,
ধর্ম অধর্মের কাদা ছোড়াছুড়ি,
পারেনি টলাতে এই ধরিত্রীকে,
মানুষ অমানুষকে রেখেছে কোলে ¦
যদি কোনোদিন ধৈর্যচ্যুতি ঘটে,
ধর্ম অধর্ম কে সামাল দেবে ?
মানুষ অমানুষ কোথায় যাবে ?
ভেবে দেখার কি সময় হয়েছে ?
*********
প্রবীর ---
৩১ শে মার্চ ২০১৭
শুক্রবার
১৭ ই চৈত্র ১৪২৩