নিদ্রা যাবে  যবে চিরতরে,
সমস্ত পথ চলা সেদিন থেমে যাবে,
নিভে যাবে সব আলো আঁখি হতে ¦
কিছু ভাবনা, কিছু চিন্তা থেকে যাবে,
হতে পারে গদ্য, হতে পারে পদ্য,
যদি লেখা থাকে কালির আখরে ¦

হয়তো সে লেখা ছড়াবে সৌরভ
অতীত হয়ে যাবে বর্তমান,
প্রদীপ শিখার প্রজ্বলিত আলোয়,
মোমবাতি শিখার প্রতিফলনে,
ধূপ রজনীগন্ধার সুবাসিত আবেশে,
হয়তো ভবিষ্যৎ দু একটি কবিতা পড়বে,
হলদেটে হয়ে যাওয়া লেখার খাতা থেকে ¦

নিভে যাওয়া আলো উঠবে জ্বলে,
প্রতিকৃতির নিথর আঁখিতে,
ঝরবে আনন্দের অশ্রু,
আশীর্বাদের ঝরনা হয়ে,
ভবিষ্যতের শিরে ¦
              ******
প্রবীর --
২৮শে মার্চ ২০১৭
মঙ্গলবার
১৪ই চৈত্র ১৪২৩