কে যে কোথায় হারিয়ে যায় !
      আকাশের কোন ঠিকানায় !
যায় সে চলে কোন দেশেতে ?
          বলে সবাই "ওই স্বর্গলোকে" !
ভাবি, শুধুই আমি ভাবি !!
              আছে কি ওখানে দেশ ভাগাভাগি ?
আছে কি কোনও জাত্যাভিমানী ?
           আছে কি কোনও রাজা উজির ?
আছে কি কোনও বাদশা ফকির ?
                    জানিনা  আমি জানিনা ¦
হতেও পারে, নাও পারে,
                   কেউ তো  এসে বলেনা !
যে যায়, সে যায়,
                  আর তো ফিরে আসেনা ¦

ওখানে ওরা ভালো থাকে নিশ্চই,
                       নইলে তো ফিরে আসতোই ;
ওদেশে হয়তো নেই  হিংসা দ্বেষ,
                   মানুষে মানুষে অনন্ত বিদ্বেষ,
কামান বন্দুক গুলি ছোড়াছুড়ি,
             অর্থ অনর্থর রোজ কাড়াকাড়ি ¦
যারা ছিলো একদিন এই ধরায়,
                 কেউবা পেয়েছে নোবেল পুরস্কার,
কেউবা করেছে তাকে তিরস্কার,
                 কেউবা জ্বালিয়েছে ঘর সংসার,
কেউবা গড়েছে স্মৃতির মিনার,
          কেউবা করেছে হিরোশিমা নাগাসাকি,
কেউবা হয়েছে সাধু সুফি পীর ফাদার সন্যাসী,
         কেউবা খেয়েছে সোনার থালায়,
কেউবা পাতা পেতে রাস্তায় !!

ভাবি, শুধুই আমি ভাবি !!
          ওরাই তো ওদেশে, আছে একসাথে!!
নেই তো কোনও অহংকার,
        নেই তো কোনও তিরস্কার,
নেই তো কোনও যুদ্ধ,
      নেই তো কোনও বিরুদ্ধ !!

ভাবি, আমি শুধুই ভাবি,
      ওখানে যদি পারলি তোরা,
এখানে কেন পারলি না ?
              ********
প্রবীর --
১৪ই মার্চ ২০১৭
বুধবার
১ লা চৈত্র ১৪২৩