শেষ আষাঢ়ের সন্ধ্যাকালে মেঘ এলো ভেসে,
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে হাওয়ায় নেচে নেচে ,
এলোমেলো বৃষ্টি মাথায় চলেছি ভিজে ভিজে ,
ঘনঘোর গর্জনে বিদ্যুত্ খেলে চমকে চমকে,
আধো অন্ধকার আধো আধো আলো,
কোথা হতে গানখানি হটাত্ ভেসে এলো,
"বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও.."
এমন ঘনঘোর বরিষণ সাঁজে,
কে আমারে ছুঁয়ে গেলো নীরবে,
আঁধারে বাড়িয়ে দিলো সিক্ত হাত,
ছল ছল বারিধারে করে আঁখিপাত,
নিভৃতে দুজনে মনে মন ছুঁয়ে,
হাত রেখে হাতে চলেছি নীরবে,
বাতাস বহে শনশন বারি ঝরে ঝরঝর,
বিস্মিত হতচিত হাতে হাত কাঁপে থর থর,
প্রশমিত ঝর বৃষ্টি বিনিময় লাজুক দৃষ্টি,
বহুযুগের পরিচিত যেন , হতচকিত প্রান দুটি,
কম্পিত হৃদয়ে , নীরবতা ভেঙ্গে বলি তারে --
আমার না আছে সুর না আছে বাণী,
কেমনে জানাই হৃদয়ের বার্তা খানি,
কাঁপা কাঁপা লাজুক স্বরে সে কহে --
" শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়,
মাঝে মাঝে প্রানে , তোমার পরশখানি দিও" ¦¦
***********
প্রবীর ---
১৩ই জুলাই ২০১৭
বৃহস্পতিবার
২৭শে আষাঢ় ১৪২৪