আকাশে শ্রাবনের মেঘ, উড়ে যায় বক পাখি ,
জলঙ্গীর পারে বসে ওর  চলা চেয়ে দেখি ,
যেমন ছিল তেমনই আছে সবুজ আঁচল মেলে ,
আমি শুধু হারিয়ে গেছি কতো বর্ষা পিছনে ফেলে ¦

ওর  সবুজ জলের আঁচল আমি বড্ড ভালবাসি ,
সেই যেদিন কাগজের নৌকো ভাসিয়েছিলাম ওর বুকে,  
সেদিন থেকেই আমি আমার ভেবেছিলাম ওকে,
বলতে পারিনি সেদিন, আজ ওকে বলি,তোকে বড্ড ভালোবাসি ¦

ছল ছল করে যায় বয়ে, আমিও যাই ভেসে  একটি খেয়া নিয়ে,
ছলাত্ ছলাত্ করে,দূর বহুদূর,গঙ্গার সঙ্গমে ¦
সবুজ বনানীর মাঝে চলেছে সে আপন মনে,
আকাশে বর্ষার মেঘ উরে যায় গাংচিল চখাচখি,
বাঙ্গলার রূপ আমি চেয়ে দেখি ¦

কত বসন্ত বর্ষা গেছে চলে, দেখি নাই তারে এমন করে,
উপচে পরা চিরযৌবনা দু কুল ভাসিয়ে  -
রিম ঝিম  বৃষ্টিতে ভিজে কোথায় যায় আমাকে ফেলে ,
ইছে হয় ভেসে যাই ওর সাথে বহুদূরে জলপাখি হয়ে ¦
                         *********
প্রবীর --
২০শে জুলাই ২০১৭
বৃহস্পতিবার
৪ ঠা শ্রাবণ ১৪২৪