তুমি কোথা আছো, আছো কি না আছো,জানিনে, খুঁজে  মরি তবু পাইনে !
আকাশপানে চাহি,  উদাস চোখে দেখি , খুঁজে খুঁজে  ফিরি, একলা একাকী ¦
কতো দিন যায় ,কতো রাত পোহায়, কতো ফুল ফোটে কতো পাখি গায়,
ভাবনা আসে উড়ে, বিজন গহন রাতে ,ধরা কভু দেয়না,কাব্য কিবা সুরে ¦
মেঘেরা যায় ভেসে , বৃষ্টি ঝরে পড়ে ,খরা বন্যা তোমার অভাগীর সাথে,
কতো বর্ষা যায়, কতো বসন্ত আসে, তোমার পরশ কেন ঝরেনা গৃহহীনের 'পরে  ?
আমি যে একাকী , আঁধারে ডুবে আছি, একটু আলো দাও, তব  মুখটি দেখি ,
তৃষিত যে আমি,  পিপাসিত হৃদি, মিটাও যাচনা তব সুধা ঢালি ¦
রেখোনা রেখোনা ,দূরেতে সরায়ে , একবার আসো কাছে, না হয় স্বপনে ,
চিত্তে হান বান, আঁধার কর নাশ, জ্বালো আলো প্রানে, শুভকর্ম পথে ¦
                         ********
প্রবীর --
১১ ই শ্রাবণ ১৪২৪
বৃহস্পতিবার
২৭শে জুলাই ২০১৭