তোর নাম আষাঢ়ে মেঘ আমি জানি
গুড়ু গুড়ু ধমকে শুরু হবে  ছিচ কাঁদুনী
কাঁদলে তোকে ভালো লাগে তুই তখন বৃষ্টি
অঝোর ধারে ভিজিয়ে দিবি মাঠ ঘাট নদী
মাঝির জালে ছলাত্ করে ইলশে ওঠে যদি ¦

রাখ তোর সাজুগুজু সবই তো যাবে ধুয়ে
জল থৈ থৈ মাঠে হাত ধরে হাতে  ভিজবো দুজনে
ভিজে আঁচল দিয়ে আমার শরীর দিস মুছে
তোর সিক্ত কোলে মাথা রেখে থাকবো আমি শুয়ে,
আয়না সোনা করিস নে আর দেরী,
মাঝির জালে ছলাত্ করে ইলশে ওঠে যদি ¦
                           *****
প্রবীর --
৭-৭-১৭
শুক্রবার
২২শে আষাঢ় ১৪২৪