যদি আবার আসি ফিরে
তুমি আমি হাত ধরে হাতে
ভিজবো দুজনে
তোমার সাদা ছাপা শাড়ি
যাবে সপসপে ভিজে
তোমার লাল ললাটিকার রং-এর ছোপ
লাগবে আমার সাদা জামায়
তুমি বলবে ইস্
আমি বলবো তোমাতে আমি
ভিজলাম ভাগ্যিস
তুমি বলবে যা তা, ছি:
এখন আমি কি করি
আমি বলবো কোল পাতো
তোমার কোলে রেখে মাথা
আদর মেখে শুয়ে পড়ি
তুমি বলবে তুমি একটা অসভ্য
আমি বলবো তাইতো তোমায়
জুটলো
তোমার গায়ের বৃষ্টিভেজা গন্ধ
আমার খুব প্রিয়
আমায় একটু আদর করে
তুমিও হও অসভ্য
তোমার ভেজা চুলের জলে
আমি আরো যাবো ভিজে
আমায় তুমি আদর করে বলবে
এবার যাও ফিরে
বৃষ্টি ভেজা আদর মেখে
যাবো আমি ফিরে
তোমার নয়ন ভরবে জলে
বৃষ্টি স্নাত তোমাকে আমি
দেখবো আকাশ থেকে ¦
******
প্রবীর --
সাথ সাথ এক সাথ (৭-৭-১৭)
শুক্রবার
২২শে আষাঢ় ১৪২৪