গত বছরের লেখা শ্রদ্ধার্ঘ্য

এ কি শ্রাবণধারা, ক্ষণে ক্ষণে বরিষণ হারা,
এই ঝরে বৃষ্টি, এই নাহি  বারিধারা ¦
ক্ষণে ক্ষণে রোদ্দুর, ক্ষণে ক্ষণে মেঘে ঢাকা,
এ কি শ্রাবণধারা, নিমিষে আলো আঁধারির খেলা ¦

উঠিয়াছিল  প্রভাতরবি এমন দিনে বাইশে শ্রাবনে,
পূব গগনে, ঘনঘোর মেঘের আগমনে ¦
গানের 'রবি' 'বিশ্বকবি' ছিল যে আর্তি শয়নে,
এমন শ্রাবণ দিনে, ঠাকুরবাড়ির মহাঙ্গনে  ¦

জীবন বায়ু ঘন ঘন চমকিত,
দীপ শিখা জ্বলিতে  চাহে না  যেন ¦
অনুরাগী, বিশ্বভুবন ছিল চঞ্চল চিতে
আকুলিত ব্যাকুলিত উদ্বিগ্ন পরাণে  ¦

আচম্বিতে চমকি উঠি  কাঁপিল ধরা মেঘমনদ্রে,
ঘন ঘোর গর্জনে, বজ্রপাত হইল  ভুবনে ¦
ধাইলো 'আকাশবাণী ' দিকে-দিগন্তে, কবির মহা প্রয়াণে,
ঢলিল 'রবি'  অস্তাচলে, মধ্যদিনে, প্রতীচির দিগন্তে ¦

হতচকিত বিশ্বকানন, দশদিগন্ত, কবি যে শয়নে অনন্ত !
"কোলাহল তো বারণ হলো" কবির কথা সাঙ্গ হলো ¦
"এবার কথা কানে কানে " স্বয়ম্ভু সনে,
প্রণমিল বসুধা যেন বিশ্বকবিরে, শেষবারে ¦¦
                        
লহ প্রণতি কবি   ¦                      

                                **********
প্রবীর ---
২২ শে শ্রাবণ ১৪২৩
রবিবার
৭ ই আগস্ট ২০১৬