যেখানে মেঘেরা এসে থমকে দাঁড়ায় ,
বৃষ্টি না হয়ে গুমোট হয়ে যায় ,
সে আকাশ আমায় দেখা দেয় না ¦
যে আকাশ পুড়িয়ে দেয় ,
নদীর জল চাষের ক্ষেত গাছের পাতা ,
সে আকাশ আমায় দেখা দেয় না ¦
যেখানে পূর্ণিমার চাঁদকে
একটু একটু করে রাহু গ্রাস করে ,
সে আকাশ আমায় দেখা দেয় না ¦
যেখানে চাঁদের হাসি ঢেকে
বজ্র হানে ধরিত্রির বুকে
সে আকাশ আমায় দেখা দেয় না ¦
যেখানে মেঘ ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায় ,
চাষের ক্ষেত, মায়ের কোল ,
সে আকাশ আমায় দেখা দেয় না ¦
যেখানে অঘ্রাণ শেষে বৃষ্টি নামে ,
সোনালী ফসলের ক্ষেতে ,
সে আকাশ আমায় দেখা দেয় না ¦
প্রকৃতির অসূয়া,ক্রোধ ভালো লাগেনা,
শঙ্খচিল বালিহাঁস চখা-চখি ,
উড়ে আসে আমার আকাশে যখনই
হাসি মুখটি যেন দেখতে পাই আমি ¦¦
********
প্রবীর --
১৫ই জুন ২০১৭
বৃহস্পতিবার
৩১শে জৈষ্ঠ্য ১৪২৪