ছড়াবাজের বউয়ের ছড়ায়
নামটা পেলাম বউখুদের
বহুদিন হয় খাই না এসব
পাচ্ছি যে স্বাদ ঔষুধের।
চাউল ভাঙলেই খুদ হয়রে
রান্না করলে বউখুদ হয়
কোন কারণে এই ভাতকে
সবাই মিলে বউখুদ কয়?
জামাই যদি রান্না করে
হয়না তবু জামাই খুদ
বউখুদের নাম কে দিলরে
কার মাথাতে ছিল ভুত?
রান্না করলে খায়রে সবাই
বউকি শুধু একলা খায়
খুদের ভাত বললে পরে
কেউ কি মনে দুঃখ পায়?
খুদের ভাতকে বউখুদ বললে
ভাতের স্বাদ কি যায় বেড়ে
না বললে পর বউগুলো কি
যার তার উপর যায় তেড়ে?
প্রশ্ন এসব মাথার মধ্যে
ঘুরছে ফিরছে বারংবার
ভাতের স্বাদটা যেমনই হোক
নামটা কিন্তু চমৎকার।