শহীদুল ইসলাম প্রামানিক

মোল্লা বাড়ি চলছে খাওয়া
পোলাও-কোরমা কত
সঙ্গে আরো রোষ্ট-রেজালা
খাচ্ছে ইচ্ছেমতো।

বিয়ের দাওয়াত খাচ্ছে সবাই
কেউ কিছু না খেলে
সেই খাবারটা নিচ্ছে না কেউ
দিচ্ছে তখন ফেলে।

সেই দাওয়াতে আসছে কুকুর
সঙ্গে কুকুর ছানা
হড্ডি-গুড্ডি ফেলনা খেতে
কেউ করে না মানা।

খেতে খেতে কুকুর ছানা
পারছে না তো আর
পেট ভরেছে আর খাব না
বলছে যে বার বার।

মা বলতেছে, ‘একটু দাঁড়া,
বড় খাবার আছে,
এই খাবারটা না খেলে পর
আফসোস করবি পাছে’।

এই না বলে শিশুর পাতে
মুখটা দিল যেই
কুকুর ভয়ে ছোট্ট শিশু
দৌড়ায় নিমিষেই।

মোল্লা মশায় কাছেই ছিল
দিল লাঠির বাড়ি
আঘাত পেয়ে বলছে কুকুর,
‘আয়না তাড়াতাড়ি’।

কুকুর ছানা বলছে মাকে,
‌‘বড় খাওয়া কই?
মোল্লা মশাই পেটন দিয়ে
করতেছে হইচই"।

মা বলেতেছে শোনরে বাছা,
‘আর যাবে না পাওয়া
সব শেষেতে লাঠির বাড়ি
এটাই বড় খাওয়া’।