মোঃ শহীদুল ইসলাম প্রামানিক
বিশ্ব জুড়ে করোনা ভাইরাস
বাঁচো কিংবা মরো
প্রাণঘাতি ওই ভাইরাস নিয়ে
দুর্নীতি তারপরো।
মরণ ভয়ে কাঁপছে সবাই
কাঁপছে ভয়ে ডাক্তার
এর মাঝেতেও ঘুষখোরেরা
ছাড়ছেনাকো ভাগ তার।
সন্ত্রাসীদের পাল্লায় পরে
মরছে কত লোক--
কথা শুনে রিক্সাওয়ালা
গিলছে শুধু ঢোক।
বলল হেসে হাত নাড়িয়ে
সত্য বলে যাই
করোনা ভাইরাস যতই আসুক
মোদের চিন্তা নাই।
গতর খাটিয়ে রোজগার করি
দুর্নীতি নাই কাছে
বাসি পঁচা যা কিছু খাই
হালাল রুজি আছে।
কাঠফাটা ওই রোদের মাঝে
ঝরিয়ে দেহের ঘাম
করোনা ভাইরাস ঢুকেই বলে,
রাম! রাম!! রাম!!! রাম!!!!
কার দেহেরে ঢুকে পরেছি
এন্টিবডি ভরা
ঢুকতে গিয়েই টুটির ভিতর
পরলাম বুঝি ধরা।
পাকস্থলিটা বড়ই গরম
টিকতে নারি আর
তাইতো ভাইরাস দেহ ছেড়ে
দৌড়ে পগার পার।
করোনাকে আর ভয় নয় রে
করোনাই পায় ভয়
রিক্সাওয়ালার এন্টিবডি
রোগ করেছে জয়।
নাদুস নুদুস বড় লোকেরা
থাকে সদাই ঘরে
এন্ডিবডি নাইরে তাদের
তাইতো তারা মরে।
কথা শুনে বললাম হেসে
এতদিন যা খুঁজলাম
গরীব কেন কম কম মরে
এতক্ষণে বুঝলাম।
সেগুন বাগিচা
রাত ১১টা
২১-০৮-২০২০