বর্ষার একদিনে ,
সাদা কাঁটা আবৃত হলদে রঙ নিয়ে ,
ভালোবাসার সুপ্রকাশ করেছিলে আমার সমুখে ।
আমি ফিরিয়ে দিতে পারিনি তোমায়
মৃদু হেসে , নতজানু হয়ে , হৃদয় দিয়েছিলাম বাড়িয়ে ।
সেইদিন পাখিরা গেয়েছিল গান ,
বৃক্ষরাজি একপায়ে দাঁড়িয়ে হয়েছিল আন্দোলিত
আর আকাশ-পাতাল গর্জনে-বর্ষণে আনন্দে একাকার ।
এইসব দেখে নিজেকে আর সামলাতে পারিনি
তাই আমিও বকুল তলে গিয়ে কুড়িয়েছি-
অগনিত বকুল ।
একের পর এক সন্ধিত করে তৈরি করলাম শব্দ ;
শব্দ থেকে বাক্য , বাক্য থেকে -
পৃষ্ঠার পর পৃষ্ঠার ভালোবাসার ভাব রচনা ।
আর তা পাঠিয়েছি পুরাতন হলুদ খামে , ডাকে ।
যা পেয়ে তুমি হয়েছিলে আনন্দে আপ্লুত ;
ভালোবাসাও পেয়েছিল পূর্ণতা ।
সে থেকে আজ অবধি
আমার বুকের মাঝে সর্পীল চলাচল তোমার ,
আমি বিষকে অমৃত করে তোমাতেই করছি পান !
এইভাবেই তো চলছে অদৃশ্য দুটি আত্মার বাস্তবিক সংসার ।
তবে কি জানো , ওই দিনটা-ই আমাদের জন্য
বিধাতার একতাপন্ন ভালোবাসার বর্ষার উপহার ।।
উৎসর্গ : প্রিয় কবি ও আবৃত্তিকার মাসুম বাদল দাদা-কে ।।