এক অবিশ্বাসের সংসার
বৃত্তের মধ্যবিন্দুতে অবস্থান দিয়ে ,
ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত ।
বিশ্বাসের খঁসড়া খাতায়
নিজের নামটা লিখতে-ও
বারংবার হচ্ছি বাঁধাগ্রস্থ ।
ছুটি চেয়েছি "বিধাতার" নিকট
অর্ধেক পৃষ্ঠায় লিখে কষ্টার্জিত
বার্তা
উত্তর পাইনি ; পাব বলেও অপেক্ষায়
নেই !
অপেক্ষা ইদানিং খেলছে লুকোচুরি
যার সমাপ্তি ঘটেছিল সেই কবে ।
কবে ! সময়-ও ঠিক জানা নেই ,
কারণ সময় হাতে জড়িয়ে থাকেনা
সে বাকরুদ্ধ দেয়ালের চলমান চিহ্ন
টিকটিকি-কে বিশ্বাস করা যায় ,
কিন্তু তাকে মোটেও না ।
কেননা সময় দেয় নি আশা ;
জানান-ও দেয় নি কখনো
কর্ণপাতে সুধায় নি ভালোবাসার
বারতা ।
ভালোবাসার বার্তা একজন-ই দেয়
সবকিছুকে ভ্রষ্টের পাতায় টুকে ;
সে বলে , একটু ধৈরজ ধরো -
নীরবতার সহিত ডুব দাও আমার বুকে ,
আমি আছি , থাকব ,
থাকতে আমাকে হবে ,
আমি-ই তো তোমার শুরু থেকে শেষ প্রিয়তমা ।।