।। ভারসাম্য।।
--প্রলয় রায়
উদিয়মান সূর্যের সোনালী আলোতে
ক্লোরোফিল নিংড়ায় নিজের ঝুলিতে
ঘুম ভাঙ্গা পা তারা সবুজ চোখ খোলে
আবেগের বাতাস শুষে নিয়ে দোলে।
সংশ্লেষ গোল করে শ্বাসের বাড়ে
দিন জুড়ে ব্যাস্ততা খাবার জোগাড়ে
স্টোমাটার বুক চিড়ে ফাটলের রাশ
ওষ্ঠের গভীর চুম্বনে ভারী নিবিড় শ্বাস।
মৌমাছির ঠোঁটে কত সোহাগের রেনু
সোনালী আলোয় যত মিলনের বেনু
রাতজাগা বাসরের টানা গুন গুন সুর
প্রভাত বেলায় অলিরও মিলন সুমধুর।
সবুজের সমারোহে পাখিদের কোলাহল
ডিজিটাল তরঙ্গে বেঁধে যায় সোরগোল
বহু তল বারান্দায় ঝুঁকে অসহায় শিশুরা
ব্যাস্ত বাবা-মার স্ক্রিনে উইন্ডোজ ক্যমেরা।
************************************