।। ঠিকা শ্রমিক।।
-- প্রলয় রায়
উজ্জ্বল রোদের বাহারিপাতা ছিঁড়ে দেয় অসাবধানের ব্যাস্ত ঠিকা শ্রমিক
আনমনে ঘাসে দের আদুরে ফুল তুলে নেয়
আধা-বেতনের আধপেটা বাহক।
ঘরে অসুস্থ মা অপেক্ষায়-জ্বরের ঘোরে বোঝে না সকাল না বিকাল-
ছেঁড়া মলিন জিনসের পকেটে হাল্কা উঁকি মারে বিড়ির বান্ডিল।
দালালের বখরা বাদে ওষুধের দামটা বেরবে কিনা হিসাব কষে।
ঘরনী শ্রমিকের পিঠের ঝুলিতে খিদেয় কেঁদে ওঠে ঘুমন্ত শিশু।
খৈনী মুখে ঘৃনার থুতুর চিহ্ন রাখে অসাম্য সমাজের সাদা দেওয়াল।
লক্ষ বছর পেরনো ঘুণধরা সভ্যতার বেআব্রু চোখে নগ্ন আঙ্গুল।
********-----------********