।। শূন্য থেকে শূন্যে ।।
-- প্রলয় রায়
শূন্য হাতে নদী তীরে -
বয়ে যায় কত ঢেউ -
একমুঠো বালি হাতে
চুঁইয়ে পড়ে
যেন নূতন কেউ -
বিস্তীর্ণ মাঠের শেষে দিগন্ত-
আকাশে মেলে পৃথিবী
আশার মেঘ অনন্ত-
চাহিদা প্রতি প্রান্ত-
গোধুলির ধোঁয়াশা
আঁধারে মিশে যায়-
রাতের আকাশ মহাশূন্য
দূরে নক্ষত্র ভাসে
কাছাকাছি এসে-
স্বপ্নজাল বোনে-
উধাও নিমেষে-
ভোরের শেষে-
উৎসবের আঙিনায় এসে
শব্দ আলোক জ্বলে
নাট্য মঞ্চ ঝলমলে -
সুখ দুঃখের শেষ
হাতে গোনা দিন
বেলা শেষ-
প্রজ্জ্বলিত প্রদীপের
ওম নিতে নিতে
অগ্নি তাপে শুদ্ধ-
শ্রান্ত হৃদয়-
পরিতৃপ্ত-
চিতায় আহুতি
বিদায় বেলায়-
পরম সুখের আঙিনায় -
শূন্য থেকে শূন্যে মেলায়-
★★★★★★★★★★★