।। শ্রমিকের যন্ত্রণা।।
--- প্রলয় রায়
হটেছে পিছু হটছে আজও
হচ্ছে ওরা নিঃস্ব-
নিংড়ে ওদের দেহের রস
বিক্রি করে বিশ্ব।
তপ্ত রোদ মাথায় নিয়ে
রয়েছে ওরা তফাতে
সূর্য মাখা - ঘর ছাড়ে তাই
- মুষ্ঠিবদ্ধ দুহাতে।
যন্ত্রচালিত দানবেরা
কেড়েছে কত শ্রমের দাম
অসম লড়াই- লড়ছে ওরা-
ভিজছে যত মাঠের ঘাম
প্রযুক্তির ঐ গেরোতে আজ
ঘটেছে সাবেক রদবদল
গর্জে উঠছে তাইতো ওরা
মেহনতি মানুষ সদলবল।
একই রক্তে বাঁধা যত
দুনিয়ার সব শক্ত চোয়াল-
শপথের বাঁশি বাজছে ঐ
বাজছে রক্ত করতাল-
পায়ের তলার কেড়েছে মাটি
যত রক্তচোষিত বাহুবল-
লোহার ঘেরা টোপে ঘাঁটি
তবু আতংকিত টলমল।
+++++++++++++