।। শেষ সীমানা।।
-- প্রলয় রায়
সূর্য ওঠা দেখতে দেখতে চলেছি-
বেড়েই চলেছে বেলা-
ক্ষীণকায় নদীগুলো পেরিয়েছি আগেই
খরস্রোতা নদীর বুকে সাঁতার কেটেছি কত-
ডুবতে ডুবতে বেঁচে উঠেছি
কতবার-
তবু সেই সূর্য ওঠা দেখতে চলেছি।
হেমন্তের শীত ভোর গ্রীষ্মের তপ্ত দুপুর
সাক্ষী থেকেছে পথে-
উঁচু নীচু বন্ধুর পথ- বন্ধুকে হারিয়েছি কত- পথের সাথী সরে গেছে চিরতরে
রেখে গেছে জিজ্ঞাসা - উত্তর মেলেনি-
আকাশের ভিন্ন রঙে মিলে গেছে
মিশে গেছে উড়ন্ত পাখিদের দলে-
দলে দলে উড়ে যায় -
সভ্যতার কত রঙে মিশে যায়-
সীমারেখা অনেক- অনেক দূরে-
সভ্যতার অগুনতি চাহি দার কাছে
হার মানে -
জীবনের রূপকথা এঁকে যায় রঙিন পেনসিলে-
নীল সাগরের প্রমোদ তরণীর বিলাস ব্যাসনে ভাসে-
তেরো নদী-
সাত সমুদ্র পেরিয়ে এসেছি
পাহাড়তলির আড়ালে সূর্যের ক্ষীন
রেখা উঁকি মারছে-
চলেছি ক্ষীণকায় দেহে -
সামনে বুলেটের তীব্র ক্ষত-
কত নতুন রুপে -
কখনো অদৃশ্য কখনো দৃশ্যমান-
যুঝতে হয়েছে - হচ্ছে এখনো
অপেক্ষার রাতের কি শেষ নেই?
সূর্য ওঠা দেখতে দেখতে চলেছি
ক্ষীণকায় কংকাল দেহ
ক্ষীণতর সূর্যের রশ্মি
জ্বলজ্বল করছে দূরে
আঁকাবাঁকা পাহাড়ি পথ-
কুয়াশার ঘন চাদর সরছে
বেলা বেড়ে চলেছে-
সীমারেখা স্পষ্ট হচ্ছে
ধীরে ধীরে -
ঊর্ধ্বে এখনও উড়ন্ত পতাকা
ক্ষীণকায় দেহ-
প্রবল শক্তি মনে
তবে কি সত্যিই অপেক্ষার শেষ ?
এভারেস্টের চূড়ায়! ঐ দেখা যায়!
সূর্যের স্পষ্ট আলো- শুধু সবুজ পৃথিবী-
সমস্ত দেশের সীমানা মুছে গেছে-
সীমান্ত রক্ষী বলে আর কিছু নেই -
বিদায় নিয়েছে পুলিশ বাহিনী
পাশপোর্ট অফিস উধাও -
আজ কারোর নিয়ন্ত্রণ নেই-
নিয়ন্ত্রণের কোন দরকার নেই-
মানুষের আজ মানুষের শত্রু নয়-
সাদা মানুষ জড়িয়ে ধরেছে কালো মানুষকে-
কৃষ্ণাঙ্গ মহিলার কোলে শ্বেতাঙ্গ শিশু।
ধর্ম বলে কিছু নেই
আছে শুধু মানব ধর্ম-
তবু আমার কেন এত আফসোস আজ-
হারিয়ে যাওয়া বন্ধুরা নেই
ওরা বঞ্চিত হল-
পৃথিবীর এই নতুন রুপ থেকে
ওদের বোঝাতে পারিনি -
মানুষ একটাই জাতি, মানব সভ্যতা একটাই
সাদা কালো সব এক
আফসোস হয়
সাদা না কালো -কে ভালো?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই জীবন গেল-
ওদের বোঝাতে পারিনি -
বর্ণ যাহোক মানুষ একই আর মানুষের ধর্ম
হল একটাই সেটা হল -মানব ধর্ম।
*************************