।।সবাই বেশ ভালো আছি।।
----প্রলয় রায়
রুপালী পর্দায় নায়কের জয়
খুশিতে সবাই বিহ্বল হয়
বাস্তব মাটিতে কত জনই ভাই
নায়ক হয়ে ভুমিকা নেয়?
বস্তি ঘরের রঙচঙা নায়িকা-
সমর্থন পায় সব জনে
নববধূ রুপে নিজ ঘরে তাকে
মেনেছে বা কয় জনে?
নেতার অধঃপতনে জনগনে
যতেক খুশি গাল পাড়ে
রাজনীতি পাঠের বেলায় তখন
ভালো ছেলেকে আড়াল করে
উচ্ছন্নে গেল দেশটা রে!
চিৎকারে সব দু হাত তোলে
বিচ্যুতি গুলো দেখেও ওরে
সব চুপ করে মুখ বুজে চলে।
মিছিলের জ্যামে নাগরিকগন
হিসাব কষে সময়ের
মূল্যবৃদ্ধি রোধে এই জনগন
তুফান তোলে পেয়ালাতে
কি হচ্ছে বা কোথায় বিকাশ?
জানে সবাই অল্প বিস্তর
ব্যস্ত নিজের হিসাব নিকাশ
করে অতি সুক্ষ তর।
নিজ ঘেরাটোপে থাকি বেশ-
গড়েছি যে সুরক্ষা বলয়
দেশটাকে ভালো রাখার বেলায়
উদাসীন আর অবহেলায়।
উন্নয়নে সব জনগণ
ভুমিকা যদি নিয়ে থাকে।
শহর-নগর জন-জীবন
একসাথে তবেই বাঁচে।