।। রাতভর।।
-- প্রলয় রায়
বার্তাগুলো চলে যায় রাতভর ঘরে ঘরে
সন্দেশ প্রবাহ চলে মানুষ মানুষের তরে
গেয়ে যায় দুবেলা একলা শালিকের গান
জুড়ায় জ্বালা নিথর দেহে ফেরে মনপ্রান।
অচিন পুরের গল্প ভাসে নিয়ত স্ক্রোলে
দূরের আত্মা জুড়ে যায় আশায় দোলে
শীতের ভেজা বাতাসে মজ্জায় শিহরণ
জানালার ফাঁক গলে চোরাপথে সমীরণ।
কিরনের লাল আভা আলোর বিকিরণ
কিচ কিচ কলরবে ঠেলিছে বাতায়ন।
প্রভাত ফেরির নক্সা আঁকে প্রাত ভ্রমণ
পাখির কলতানে শুভ দিনের আগমন।
**********************