।। রক্ত তিলক।।
-- প্রলয় রায়

যখন কাঁচা হাতে স্কেচ এঁকেছিলাম
দেখে শুধু মিটিমিটি হেসেছিলে-

যেদিন লিখেছিলাম স্পষ্ট অক্ষরে
দেখেও না দেখার ভান করলে-

লোকালয়ে চিৎকার করে বললাম
'ভালোবাসি'-শুনতেই পেলেনা-

ল্যান্ডস্কেপ ছবিটা খুঁটিয়ে দেখলে
শুধু পাখী আর নদী টাই দেখালে-

ক্যান্টিনে বসে গুন গুন সুরের
সবটা শুনলে তবু ছিলে উদাসিন-

মেঘ ঘনিয়ে কত আঁধার নেমে এল
হাওয়ায় সুর ছিলো-তবু বৃষ্টি এলনা

কত প্রজাপতি এলো ডানা মেলে  
উড়লো কাছে  আপন খেয়ালে-

সাহস করে চিহ্ন আঁকলাম
ছিঁড়ে কুটি কুটি করে ছাড়লে-

তবে কি বিজয়ী যোদ্ধার বেশে
কপালে রক্ত তিলক চেয়েছিলে?
********-----------------********