।।রঘুনাথগঞ্জ এর দিনলিপি।।
---প্রলয় রায়
আজানের শব্দ কানে আসে ভোরে ওঠার নেইকো তাড়া
আড়মোড়া ভেঙে আধো ঘুমে এপাশ ওপাশ করা
পিছনেই আছে মস্ত পুকুর নারকেল গাছে ঘেরা
পাখি আসে হরেকরকম ওদের গানে গল্প সারা।
বর্ষায় মেঘ ঢুকে যায় জলের শব্দ ঘরে আসে
লাল শালিকেরা জোটে মাছরাঙা পাখি ওত পাতে
চুপিচুপি কথা বলে কাকে শিকারের ভাগ নিতে ডাকে
দীঘির কিনারে সাদা বক বড় ঠোঁটে ঝুপ করে মাছ ধরে।
মাছ চাষ করেছে জেলেরা পালা করে দেখভাল করে
মাছেদের চারা ওষুধ ছড়ায়,কথা বলে যেন কত চেনে।
মাঝে মাঝে ওরা আসে,একসাথে ধুম পান শেষে
দল বেঁধে জালে মাছ ধরে টিনের ডিঙিতে ভাসে
যতই চাই-বেড টি দেওয়ার নেই কেউ এখানে
এবার ওঠার পালা-ওরে চা করে খেয়েনে
অফিস যাবার তাড়া ডাল ভাত ফুটিয়ে নাও
কোন ক্রমে গিলে অফিসের কাজে ছুটে যাও
ফিরে আসি বিকালে, কখনও সন্ধ্যা নামে
রাতে খাই হোটেলে ভাত রুটি কিছু এনে।
যেমন খুশি জীবন কাটাও দুরের নির্বাসনে
রত্রি গভির হয় কবিতা আর মোবাইল ফোনে।
আজানের শব্দে শেষ ভোরেতে ঘুম ভেঙে যায়।
মাছ রাঙা পাখি ডাকে আবার নতুন দিনের শুরু হয়।