।।পৃথিবীর খিদে।।
--প্রলয় রায়
অভিমানে এক পেট খিদে নিয়ে
চলে যাবো চাঁদে-
যদি এত খাবারেও না মেটে এ
পৃথিবীর খিদে!
গুদাম ভরা উপছেপড়া শস্য দানা
ফোঁপরা হয়ে পোকা ধরে।
ধনীদেশের জাহাজ ভরা শস্য দানা
বাড়তি হলে সাগরে পড়ে!
পশ্চিম থেকে পূবে-এরাই আবার
খিদেকে নিয়ে নাটক করে!
কত কালাহান্ডি কত সোমালিয়া
খিদের জ্বালায় শুকিয়ে মরে!
রেস্টুরেন্টে রোজই কত প্লেটভর্তি
উচ্ছিষ্ট খাবার যাচ্ছে বিনে-
ভুখা পেটে ছুটছে শিশু ছুটছে নারী
সেটার খবর কে না জানে!
খাবার অভাব সত্যিই আছে কি?
নাকি শুধুই ভাঁওতা মারে-
তবে বন্টনে এত অসাম্যেই কি
খিদে জ্বালায় অভুক্ত মরে?
ওগো শস্য দেবী গুদামভরা মজুত করা
শস্যগুলো বিলিয়ে দাও-
প্রার্থনা করি খিদের জ্বালায় অভুক্ত দের
মৃত্যুকে আজ রুখে দাও।
আজ দল-জাতি-ধর্ম-বর্ণ ছেড়ে
সমাজের মুক্ত রান্না ঘরে-
অভুক্ত মানুষের পাশে দাঁড়িয়ে
মেটাবো যে খিদে সবারে।