।। ওরা থাকবে কদিন সুখে।।
-- প্রলয় রায়

পাঁচিল বেয়ে পোয়াতি মা হাঁটছে সাবধানে
নিরিবিলি জমিটা ফাঁকা পাড়ার মাঝখানে  
প্রসব-বেদনা কষ্টে খোঁজে নিরাপদ স্থান
গত ভাদ্রের বাচ্ছারা সব হয়েছে জওয়ান।

ওদের ঘর বাড়ি সবই যে এখন এখানে
মজেছিল সেই কবে দুই বিস্কুট ভক্ষনে
আজও লেজ নাড়ে দেখা হলে প্রতিক্ষনে
সংসার ওর বেড়েছে গোটা দশ বারো জনে।

আরও  আছে বেড়ালের একটা দুষ্টু দল
পাঁচিলে হাঁটে বসে সদা পাজি সদলবল
ছোঁ মেরে ঝুপ করে ধরে ইঁদুর খপ করে
দিনরাত হাগুমুতু সারে বাড়ির করিডোরে।

কুকুর বেড়াল দুটো দলই অপেক্ষায় রয়
পাশাপাশি বাড়ি গুলোই খাবার  আশায়
সারাদিন লেগে আছে মিউ মিউ ঘেউ ঘেউ -
রাতে ভরসা ওরা ডাকে কেউ কেউ ভেউ ভেউ ।

পাঁচিল ঘেরা জমি জংগলে পাখি কুকুর বেড়াল
আনাগোনা করে শ্বাপদে ঝিঝি পোকার সুর তাল
প্রমোটারে মারে উঁকিঝুঁকি আসছে কত দালাল
ওরা থাকবে কদিন সুখে,হায়! উঠবে যে বহু তল।
************-------************